শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

অনার্স ও মাস্টার্স শিক্ষকদেরকে কেন এমপিও দেয়ার নির্দেশ দেয়া হবে না

অনার্স ও মাস্টার্স শিক্ষকদেরকে কেন এমপিও দেয়ার নির্দেশ দেয়া হবে না


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত এমপিওভুক্ত বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স কোর্সে কর্মরত ননএমপিওভুক্ত ৯৮ জন শিক্ষককে এমপিও প্রদানে এমপিও নীতিমালায় কেন প্রয়োজনীয় সংশোধনীর নির্দেশনা দেয়া হবে না এবং একই সাথে কেন ওই ৯৮ জনকে এমপিও প্রদানের নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ ০৭ সেপ্টেম্বর ২০১৬,রোজ বুধবার এই আদেশ দেন। শিক্ষা সচিব, আইন সচিব, অর্থ সচিব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বিবাদিদের আগামি ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির পক্ষে রিট আবেদন করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
রিট আবেদনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের সবাই বর্তমানে বেসরকারি শিক্ষক-কর্মচারি এমপিও নীতিমালা ২০১৩ অনুসারে এমপিও পাচ্ছেন। কিন্তু একই কলেজে কর্মরত অনার্স ও মাস্টার্স কোর্সের শিক্ষক-শিক্ষিকাগণ এমপিও পাচ্ছেন না। তাই এমপিও নীতিমালায় সংশোধনী এনে অনার্স ও মাস্টার্স কোর্সে কর্মরত শিক্ষকগণকে এমপিও প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করা হয়।
তবে একাধিকবার এমপিও নীতিমালা সংশোধন করা হলেও অনার্স ও মাস্টার্স কোর্সের শিক্ষক-শিক্ষিকাদের ব্যাপারে কোনো সংশোধনী আনা হয়নি। তাই নীতিমালায় প্রয়োজনীয় সংশোধনীর নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়। আদালত শুনানি শেষে রুল জারি করেছেন। রিটকারীদের সবাই বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সদস্য এবং তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সে শিক্ষকতা করছেন।

অনার্স-মাস্টার্স শিক্ষকরা দীর্ঘদিন যাবত এমপিওভুক্তির দাবীতে আন্দোলন করেছেন। এখন আদালতের দ্বারস্থ হয়েছেন।
জানতে চাইলে নন-বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সভাপতি নেকবর হোসাইন জানান, রিটের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য দাবী আদায়ের চেষ্টা করছি। রুল জারি করায় খুবই খুশী হয়েছেন সারাদেশের কয়েকহাজার নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষক ও তাদের পরিবার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন